ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এমপি লাবু চৌধুরী

 প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ন   |   সারাদেশ

ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এমপি লাবু চৌধুরী


জাকির হোসেন (সালথা-নগরকান্দা,  ফরিদপুর) :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, প্রবিণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. সেলিম মোল্যা, ইউপি চেয়ারম্যান খারুজ্জামান বাবু, হাবিবুর রহমান লাবলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমুখ।

সারাদেশ এর আরও খবর: